Print Date & Time : 11 May 2025 Sunday 11:01 am

দৌলতপুরে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ

হেলাল উদ্দিন(দৌলতপুর): কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নতুন বাংলা সন ১৪২৯ কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখে উপজেলা সদরসহ গ্রামগজ্ঞে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে।এদিন সকাল ১০টাই দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা চত্বর থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//