Print Date & Time : 21 September 2025 Sunday 5:46 am

দৌলতপুরে মধ্যরাতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হৃদরোগে আক্রান্ত রোগী লিটন আলীকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিলো।পথে ডাকাতরা পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ জানায়, রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যা‌চ্ছি‌লাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠ এলাকায় ডাকাতেরা অ্যাম্বুলেন্সটি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায় বলে সে জানিয়েছে।
রোগীর স্বজন জালাল উদ্দিন জানান,আমরা অ্যাম্বুলেন্স চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম,কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
ডাকাতির ঐ এলাকাটি পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন। পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ইলিয়াস হোসেন জানান,আমাদের ক্যাম্পের আওতায় দুইটা পুজা মন্ডপ সেখানে আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম এরই মধ্যে এমন ঘটনা ঘটে গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলাইমান শেখ জানান,ডাকাতির বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি তবে এই বিষয়ে পুলিশি তৎপর রয়েছে।