দৌলতপুর প্রতিনিধীঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্যত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মোঃ আব্দুল জাব্বারের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ হায়দার আলী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীব হাসান , দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ তৌহিদুল ইসলাম, সহ- সভাপতি টিপু নেওয়াজ প্রমুখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাহবুব রহমান , উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশরাফুজ্জামান মুকুল সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন, এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সহ সাংবাদিক, জনপ্রতিনিধি,উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 23 April 2025 Wednesday 1:40 pm