দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে ২৬ মার্চ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করেন দৌলতপুর উপজেলা প্রশাসন। এরপর উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র নেতৃত্বে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর থানা, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর রিপোটার্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর ১ মিনিটি নীরবতা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। সালাম গ্রহণ শেষে পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, রোভার এবং স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, আব্দুস সোবহান, জান মহম্মদ ও ওমর আলী।
এছাড়াও সকাল ১০টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ১০টায় দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে দৌলতপুর যুবলীগ নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৯টায় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের নেতৃত্বে দৌলতপুর কলেজের শিক্ষকবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে ১মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিসবটি উদ্যাপন করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ মার্চ ২০২৪

Discussion about this post