হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলের সংবর্ধনা দেওয়া হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. নাজমুল হুদা,উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল হক রিয়াজ।এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধাদের দেশের জন্য অবদানের জন্য তাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।