হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতার কৃত ইউপি সদস্য উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস সালাম(৪৮)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারি তালিকা ভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম মেম্বার মাদকদ্রব্য কেনাবেচা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ১৩ জুলাই রাত ২টার কিছু পরে মেইন পিলার ১৫৪/৯ এস বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করলে ১শ বোতল ফেনসিডিল, ৬কেজি গাঁজা,একটি বিদেশি আগ্নেয় অস্ত্র,এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ সালাম মেম্বারকে আটক করেছে ঠোঁটারপাড়া (বিওপি) বিজিবির একটি বিশেষ টহল দল।আটকৃত সালাম মেম্বারকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ন বিজিবি।দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রজু করে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

Discussion about this post