Print Date & Time : 16 July 2025 Wednesday 7:29 pm

দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মঙ্গলবার (১৬ জুলাই ) সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার,৪৭ বিজিবির প্রাগপুর ক্যাম্প কমান্ডার মোঃ মজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম পুলক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ খাদিমুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস,মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ,সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান,নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুরের অন্যতম সমন্বয়ক রকি আহমেদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য,সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান মাদকের ভয়াবহ বিভিন্ন দিক উল্লেখ্য করে মাদক নিয়ন্ত্রণে সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক ও জিমনেসিয়াম এর উদ্বোধন সহ একটি বকুল ফুলের চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।