কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফিল্ড পাড়া এলাকায় মাদক সেবনের দায়ে লিখন আলী (২৬) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার এ কারাদণ্ড দেন।
আদালত পরিচালনা কারী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় মাদকসেবী লিখন আলীকে আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তাকে অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় দৌলতপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।
বা//দৈনিক দেশতথ্য// ১১ নভেম্বর২০২২