Print Date & Time : 22 August 2025 Friday 12:11 am

দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ মহির উদ্দীন, স্টাফ রিপোর্টার: দৌলতপুরের দিঘলকান্দী মিফতা উলুম ইসলামীয়া মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে এ উপকরণ বিতরণ করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান এর লেখা প্রথম কাব্যগ্রন্থ অসমাপ্ত গল্পটা বিক্রি লব্ধ অর্থে দৌলতপুরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ কুদরত আলী’র সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান। উদ্বোধক ছিলেন এস এফ এর পরিচালক আকাশ বিশ্বাস, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মোঃ চনচল হোসেন, দৌলতপুর ডিগ্রী কলেজে’র প্রভাষক মোঃ তানজিম হাসান শাহীন, হেলাল উদ্দিন, মোঃ ফিরোজ আহমেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা মোঃ আব্দুল্লা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//