Print Date & Time : 10 May 2025 Saturday 2:10 pm

দৌলতপুরে মাদ্রাসা শিশুকে বলাতকার

কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রকে বলাতকারের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ লালদহ মাঠের পানক্ষেতে ওই শিশুকে (১১) বলাতকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বলাতকার হওয়া নির্যাতিত শিশুর মা হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার মো. কলমের ছেলে মো. জয় (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় বলাতকারে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখি মাদ্রাসার ছাত্র গতকাল সকালে হোসেনাবাদ লালদহ মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় ঘাস নেওয়ার কথা বলে শিশু ছেলেটিকে পানবরজের ভেতরে ডেকে নিয়ে যায়। বলাতকার করে পানবরজের ভেতর আটকিয়ে রাখে। শুক্রবারের জুম্মার নামাজের সময় হওয়ায় সে বাড়িতে ফিরে না আসায় তার মা মাঠে গিয়ে ডাক চিৎকার দিলে শিশুটি দৌড়ে পানবরজ থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়ে এবং নির্মম ঘটনার বর্ণনা দেয়। এ ঘটনায় বলাতকার হওয়া নির্যাতিত শিশুর মা গতকাল রাত ৮টায় দৌলতপুর থানায় অভিযুক্ত জয়ের বিরুদ্ধে বলাতকারের অভিযোগ বা এজাহার দিয়েছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্ জানান, শিশু বলাতকারের অভিযোগ পেয়েছি। মামলার প্রস্ততি চলছে। তবে অভিযুক্ত জয়কে আটক বা গ্রেফতার হয়নি বলে তিনি জানান।      

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০২,২০২২//