দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
মাধ্যমিকের ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরে। খবরের স্বার্থে আমরা ছেলেটির ছদ্মনাম ব্যবহার করছি ‘শিমুল’।
দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ।
শিমুলের দাবি, সবশেষ গত পহেলা জুলাইও পূর্ণাঙ্গ যৌনাচারে তাকে লিপ্ত করেছে শিক্ষক রিফাজ উদ্দিন। রিফাজ উদ্দিন ভুরকাপাড়া গ্রামের প্রয়াত আকছেদ আলীর ছেলে।
শিমুল বলেন, আমার পিতা নাই। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্যার তার বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করিয়ে নিতো। একদিন ফসলের ক্ষেত পাহারা দেয়ার কথা বলে আমাকে মাঠে নিয়ে গিয়ে জোর পূর্বক বলাৎকার করে, আমি সম্মানের ভয়ে কাউকে বলতে পারিনি, এরপর এমন চালানোর চেষ্টাতেই থাকে। সবশেষ আমার বাড়িতে এসে আমাকে বলাৎকার করেছে, আমি তারপর সবাইকে জানিয়ে দিয়েছি।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম জানান, গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে অভিযোগ জানিয়েছে, আমি তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি। অভিযুক্ত রিফাজ উদ্দিনের দাবি তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। ওসি মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গেলো বছর দুয়েক ওই শিক্ষকের সাথে চলাচল ভূক্তভোগী কিশোরের। সরেজমিনে দেখা যায় মানসিক ও শারীরিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে ওই কিশোর। এলাকাবাসীর দাবি এর আগে কোলদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ে ছিলো এই শিক্ষক, পরে এসেছে এখানে। তার বিরুদ্ধে আগেও এরকম নানা গুঞ্জন শোনা গেছে।
সিন্ধু//দৈনিক দেশতথ্য//৫ জুলাই,২০২৪//

Discussion about this post