কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনয়াতনে আলোচনা সভা, কেককাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
দৌলতপুর প্রেকক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম মামুন রেজা, উপদেষ্টা মোশারফ হোসেন খান, দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৌলতপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার দৌলতপুর প্রতিনিধি শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সফিউল ইসলাম, মানজারুল ইসলাম খোকন, সাইদুর রহমান, সাইদুল আনাম, আতিয়ার রহমান, রনি আহমেদ ও শাহীন রেজা।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য এস এম জাহিদ হোসেন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সোহাগ, নাজমুল ইসলাম ও গণমাধ্যম কর্মী ফরিদ হোসেন সহ দৌলতপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন। আলোচনা সভায় বক্তাগণ দৈনিক মানবজমিন পত্রিকা সাফল্যের সাথে ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পদার্পন করেছে এজন্য মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ পত্রিকার প্রকাশক ও সংশ্লিষ্টদের ধন্যবাদন জানান।
সেইসাথে সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। পরে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্য, আমন্ত্রি অতিথিবৃন্দ ও সুধীজন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩