Print Date & Time : 14 May 2025 Wednesday 3:29 pm

দৌলতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির ফারাকপুর গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান এর বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
অভিযোগে জানা যায়, গত ২০শে মার্চ দিবাগত রাত ৩টার সময় প্রতিবেশি ইন্তা, তৌহিদুল, মফিদুল, শাহীন একত্র হয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধ স্ত্রী ফুলজান নেছা ও তার ছেলে মেয়েদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দেয়। এ বিষয়ে ২১শে মার্চ মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের স্ত্রী ফুলজান নেছা থানায় একটি লিখিত অভিযোগ দেন। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ওই দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে গত রবিবার আগুন ধরিয়ে গবাদিপশুসহ ঘর পুড়িয়ে দেয়।
মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের স্ত্রী ফুলজান নেছার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আজ সে জীবিত নাই। আমি একজন বয়স্ক মহিলা আমার তিনটা প্রতিবন্ধি ছেলেমেয়ে। আর সেই সুযোগে দূর্বৃত্তরা দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। কয়েকবার আমার বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। তিনি আরোও বলেন, কয়েকদিন আগে আগুন ধরিয়ে দিয়েছিল বলে থানায় অভিযোগ দিয়েছিলাম তার পরেও কোন কাজ হয়নি। গেল রাতে আবার বাড়িতে আগুন ধরিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। অল্পের জন্য আমরা প্রানে বাঁচলেও গবাধীপশুসহ ঘর ও আসবাব পত্র বাঁচাতে পারিনি। আমি এই অন্যায় অত্যাচারে সঠিক বিচার চাই বলে কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ্য হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফুলজান নেছা।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, পূর্ব শত্রুতার কারনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এল//