কুষ্টিয়ার দৌলতপুরে রবিউল ইসলাম (৪৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত রবিউল ছিলিমপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ছেলে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাতের কোন এক সময় এঘটনায় ঘটেছে।এলাকা বাসী ও পুলিশ বলছে লাশের গায়ে একাধিক ক্ষত রয়েছে । প্রতিবেশীসহ অনেকেই ধারণা করছে এটা হত্যা কান্ড।
এলাকাবাসী এই ঘটনার অন্তরালে কি আছে তা তদন্ত করে বের করতে প্রশাসন প্রতি দাবি জানিয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শিমুরুল হাসান (শিমুল)।পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. রাকিব হাসান। এসময় তারা লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ ডিসেম্বর ২০২৩

Discussion about this post