Print Date & Time : 12 May 2025 Monday 4:36 pm

দৌলতপুরে মোটরসাইকেল চালকদের অর্থদন্ড প্রদান

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোটরসাইকেল চালকদের ২৮ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দৌলতপুর-থানা মোড় প্রধান সড়কের উপজেলা বাজার সংলগ্ন দৌলতপুর কলেজ মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রেজিষ্ট্রেশন না থাকা,  হেলমেট পরিধান না করা এবং সড়ক আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল চালকদের অর্থদন্ড করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল শনিবার ২২ অক্টোবর সড়ক পরিবহন আইন, ২০১৮ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে দৌলতপুর কলেজ মোড় সংলগ্ন মেইন সড়কে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রেজিষ্ট্রেশন না থাকা, হেলমেট পরিধান না করা এবং সড়ক আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল চালকদের ২৮ হাজার ৩০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্য পথচারীদের মাঝে বিভিন্ন সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আব্দুল জব্বার। তিনি সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি সড়ক দূর্ঘটনা ও প্রানহানি থেকে সকলকে বাঁচার আহ্বান জানান।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২২//