Print Date & Time : 22 April 2025 Tuesday 9:27 am

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

 কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলার শাখার সভাপতি মোফাজ্জেল হক দৌলতপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। 

গতকাল সোমাবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাজুডাঙ্গা, তারাগুনিয়া, আল্লারদর্গা, বৈরাগীরচর, ফিলিপনগর, মথুরাপুর, প্রাগপুর ও খলিসাকুন্ডিসহ বিভিন্ন এলাকার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার। তাই আজ শারদীয় দূর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে বাঙ্গালীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপের পূজা আয়োজনকারীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। 

পূজা মন্ডপ পরিদর্শনকালে মোফাজ্জেল হক’র সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, আসমত আলী মাষ্টারসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।  

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ অক্টোবর  ২০২৩