দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার মথুরাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমানসহ স্থানীয় সুধীজন। ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের কর্মসূচীর মধ্যে ছিল মাছের পোনা অবমুক্তকরণসহ অন্যান্য কর্মসূচী।

Print Date & Time : 22 April 2025 Tuesday 1:29 pm