দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাগুনিয়া বাজারে এম এম এন্টারপ্রাইজের আয়োজনে এই শোরুমের উদ্বোধন করা হয়।
এতে যমুনা ইলেকট্রনিক্স উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে।
শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.শরীফ উদ্দিন রিমন। এসময় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্ লি. এর হেড অফ সেলস্ (সেলস্ অ্যান্ড মার্কেটিং) মো.মোশাররফ হোসেন (রাজীব),এরিয়া সেলস্ ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) মো.মোমিনুল ইসলাম,মো.মিজানুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ,(অ্যাক্টিং এরিয়া ইনচার্জ) মো.হাফিজুর রহমান, দৌলতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো.জিয়াউল আলম,যুগ্ন সাধারণ সম্পাদক মো.সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মির্জা আলম রিগান,এম এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওলিউর আলম শাওন সহ অন্যান্যরা।
হেড অফ সেলস্ মো.মোশাররফ হোসেন (রাজীব) বলেন, যমুনা ইলেকট্রনিক্সের পণ্য বাজারের সেরা। যমুনার পণ্য সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। যমুনা দেশের ইলেকট্রনিক্স পণ্য বাজারে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে প্রযুক্তির উৎকর্ষ, মনোমুগ্ধকর নতুন নতুন ডিজাইন আর আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে। বিশ্বমানের পণ্য হিসেবে যমুনা ইলেকট্রনিক্স সামগ্রী এখন দেশের মানুষের পছন্দের শীর্ষে। যমুনার প্রতিটি পণ্যে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হয়।
যাতে সব শ্রেণীর মানুষ স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে। যমুনা ব্র্যান্ডের রেফ্রিজারেটরের মূল আকর্ষণ ৬৫ শতাংশ বিদ্যুৎসাশ্রয়ী। ৭২ ঘণ্টা লোডশেডিংয়েও খাবার নষ্ট হওয়ার আশঙ্কা নেই।
এসময় যমুনার পণ্য-বিভিন্ন মডেলের ফ্রিজ, এলইডি টিভি,এসিতে ১৫ শতাংশ ডিসকাউন্ট বা ছাড় ঘোষণা করা হয়।