Print Date & Time : 20 July 2025 Sunday 12:19 am

দৌলতপুরে যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

দৌলতপুর(মেহেরপুর) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রেম কুমার দাস (২১) নামে এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে উপজেলার বাজুডঙ্গা দাসপাড়া গ্রামের বাবা শ্রী কানু দাস ও মাতা শ্রীমতি রানী দাসের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নাম রেখেছেন মো. আব্দুল্লাহ আল সাঈদ। কারো দ্বারা প্ররোচিত না হয়ে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে গত ২ জুন বৃহস্পতিবার নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা’র মাধ্যমে সনাতন ধর্ম (হিন্দু ধর্ম) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি যার রেজিঃ নং-২৮২৯। এরআগে ২০২২ সালের ২০ এপ্রিল ঢাকার নবাবগঞ্জের এক ইমামের হাতে হাত রেখে কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সাঈদ। গতকাল মঙ্গলবার প্রেম কুমার দাসের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।
ইসলাম ধর্ম গ্রহণের পর আব্দুল্লাহ আল সাঈদ জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই আশপাশের পরিবেশ, প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের আচার-আচারণ ও ধর্মীও রীতি-নীতি এবং মানবতাবোধ আমাকে আর্কষণ করে। পাশাপাশি আমি ইসলাম ধর্মের বিভিন্ন বই পড়ে হযরত মুহাম্মদ (সা:) সম্পের্কে জানতে পারি এবং আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করি। পরে ইসলাম ধর্ম গ্রহণ করি’। সাঈদ বর্তমানে ইসলাম ধর্মের বিধি নিষেধ মেনে চলার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইসলাম ধর্ম মেনে চলেন বলে জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এল//