দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ; কুষ্টিয়ার দৌলতপুরে নয়ন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে নিজ ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন উপজেলার মথুরাপুর ইউনিয়নের মহাদেবপুর কারিগরপাড়া গ্রামের পচু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যান চুরির ঘটনা নিয়ে রবিবার রাতে শালিস মিমাংসায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে নয়নকে মারধোর করা হয়। পরে গতকাল সকালে নিজ ঘরের ভেতরে নয়নের মরদেহ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, কীটনাশক পানে নয়ন নামে এক যুবকের মৃত্যু হলে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post