কুষ্টিয়ার দৌলতপুরে বিগত বছর গুলোর মতো এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে প্রায় ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা দিয়েছে রফাজা ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রফাজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আমানউল্লাহ উপস্থিত থেকে তার মায়ের নামে করা এই ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
রুবেল জোয়ারদার এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন, বালিকা বিদ্যালয়ের সভাপতি মোদারসের হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শিমুরুল হাসান (শিমুল),মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বাপ্পারাজ ইয়ারুল ,প্রধান শিক্ষক সাঈদ আলী ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ছাবের আলী সালাম, সোহেল জোয়ারদার সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আমানউল্লাহ বলেন, আমরা যারা বৃত্তবান রয়েছি তাদের প্রত্যেকের
সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে ,সেই দায় বদ্ধতার জায়গা থেকে যদি প্রত্যেকে কাজ করি তাহলে সমাজকে অনেক কিছুই দেওয়া সম্ভব হবে। এসময় তিনি তার নিজ এলাকা খলিসাকুন্ডিতে একটি হাসপাতাল করার জন্য সকলের সহযোগিতা চান সেই সাথে তার মায়ের নামে করা রফাজা ফাউন্ডেশনের শিক্ষা খাত নিয়ে তার আগামীর কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ ডিসেম্বর ২০২৩

Discussion about this post