কামরুল ইসলাম মনা ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে: কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুরে রাতের অন্ধকারে কৃষকের দেড় বিঘা জমির তামাক গাছ কর্তন করেছে দুষ্কৃতকারীরা।
ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মন্ডল জানান, গতরাতে আমার জমিতে তামাক কেটে দিয়েছে, আমি অনেক কষ্ট করে তামাকের চাষ করেছিলাম আমার প্রায় ৩০ হাজার টাকা মত খরচ এবং জমিনটা ও অন্য মানুষের কাছে থেকে কটে নেওয়া। আমি বিযয়টি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করছি।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নে নতুন কাগহাটি পাড়া গ্রামের মৃত মারফত মন্ডলের ছেলে বাবুল মন্ডলের জমিতে পূর্ব শত্রতার জেরে রবিবার দিবাগত রাতে দেড় বিঘা জমির তামাক গাছ কেটে দেওয়া হয়েছে।
এ বিষয়ে এলাকার কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন এ ঘটনার দৃষ্টান্ন মূলক বিচার চাই।
দৈনিক দেশতথ্য//এল//