Print Date & Time : 21 April 2025 Monday 5:09 am

দৌলতপুরে রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন 

জাহিদ হাসান: কুষ্টিয়ার দৌলতপুর আল্লারদর্গার প্রধান সড়কের বেহাল দশা, রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ই অক্টোবর) সকালে ১১ টায়  আল্লারদর্গা – প্রাগপুর মহা সড়কে এই কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ ও আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী বৃন্দ।

আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে বক্তব্য রাখেন, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, গণ অধিকার পরিষদ দৌলতপুর উপজেলার শাখার সভাপতি শাহাবুল মাহমুদ, ব্যবসায়ী নাসির উদ্দিন, তুষার আহমেদ, বাবু খন্দকার সহ আল্লারদর্গা বাজারের ব্যাবসায়ীবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, আল্লারদর্গা বাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সচল ও ভাংগা রাস্তা মেরামত হওয়ার দাবি জানান। 

উল্লেখ্য, রাস্তার প্রস্থ ৬৬ ফুট হলেও একটি বড় অংশ অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীরা ব্যবসা করছে। যার কারণে চরম যানজট সৃষ্টি হয় প্রতিদিন। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানানো হয়।
এছাড়াও রাস্তার দু’পাশে উঁচু স্থাপনা  এবং রাস্তা নিচু হওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তার উপর জলবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় ভারি যানবাহন চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। বক্তারা অতি দূর্ত ডেনেজ ব্যবস্থা সচল করার দাবি করেন। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্বারক লিপি প্রদান করা হয়।