Print Date & Time : 30 July 2025 Wednesday 6:31 am

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-১

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৭২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব-১২।

এসময় একাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২  কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৫ টায় উপজেলার মহিষকুন্ডি গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় দৌলতপুর উপজেলা প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফুল ইসলামকে ৭২০বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। 

আটককৃত ব্যাক্তি  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতাকৃতর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আলামত সহ ধৃত আসামীকে থানায় সোপর্দ করেছে র‍্যাব। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ সেপ্টেম্বর ২০২৪