Print Date & Time : 13 May 2025 Tuesday 11:48 pm

দৌলতপুরে লকডাউনে পশুর হাট বন্ধ করেছেন ইউএনও

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কঠোর বিধিনিষেধের আইন ভঙ্গ করে পশুর হাট বসানো হয়েছে। উপজেলার আল্লারদর্গায় গতকাল শনিবার সকাল থেকেই শুরু করা হয় এ পশুর হাটের কার্যক্রম। যেখানে ছিলনা কোন করোনা স্বাস্থ্য বিধি মানার বালাই। এদিকে লকডাউন উপেক্ষা করে পশুহাট বাসানোর খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা তাৎক্ষনিকভাবে হাটের কার্যক্রম বন্ধ করে দেন।

পশুহাট ঘুরে দেখা গেছে, দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা পশুর হাটে স্বাভাবিক নিয়মেই রশিদ কেটে পশু কেনা-বেচা হচ্ছিল। হাটে উঠেছিল বেশ কিছু গরু-ছাগল। সেখানে ছিলনা করোনা স্বাস্থ্যবিধি মানার কোন বালাই। যেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে পশুর হাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে জেলা প্রশাসনের।

তবে পশুহাটের ইজারাদার রনি চৌধুরী হাটের কার্যক্রম চালানোর কথা স্বীকার বলেন, পশু বিক্রেতারা এখানে জোর করে হাট বসিয়েছেন। হাটের বিষয়ে কিছু জানতেন না তিনি।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এমন পরিস্থিতিতে হাট বসা দুঃখজনক। আমি জানতে পাওয়া মাত্র হাটে গিয়ে সবাইকে ফিরিয়ে দিয়েছি।

এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এখন পশুর হাট বসানোর কোন অনুমতি নেই। আমি আল্লারদর্গায় পশুহাট চলছে এমন খবর পেয়েই তাৎক্ষণিক বন্ধের ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকার পশু ও ব্যবসা সংশ্লিষ্টরা, ট্রাক, নছিমন, করিমন, ভটভটি ও স্টিয়ারিং ভাড়া করে হাটে পশু নিয়ে আসে। বেলা ১১টার দিকে হাটের কার্যক্রম শুরু হয়ে দুপুর গড়িয়ে গেলে কার্যক্রম চলতে দেখা গেছে।