দৌলতপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সফল ক্রীড়া ও সাংস্কৃতি ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ দোয়া। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারিমন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, সৈয়দ আহমেদ ও এমপি পুত্র শাইক শুভ্র।

Discussion about this post