Print Date & Time : 28 July 2025 Monday 6:07 pm

দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দৌলতপুরে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইসাথে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম।

বক্তব্য রাখেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাওছার আলী, আব্দুস সোবহান, প্রধান শিক্ষক মজিবুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মহসিন আলী। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৩//