Print Date & Time : 6 July 2025 Sunday 5:05 pm

দৌলতপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে ।সোমবার (১জানুয়ারি২০২৪) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিন ষষ্ঠ শ্রেণীর একাংশের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ মধ্যে দিয়ে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আরোজুল ইসলামের সভাপতিত্বে   ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম বিন জামান , বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম বখতিয়ার, আওয়ামী লীগ নেতা ও সাবেক সভাপতি বেনজির আহমেদ বাবু খাঁন, খলিসাকুন্ডি ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর মো. বেদালী মন্ডল, দৌলতপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক আলা উদ্দিন, সহকারী শিক্ষক মো. শামীম হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সারাদেশের কর্মসূচী অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে। ১লা জানুয়ারী সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কাজ বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরোজুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের এসএসসি ফলাফল অত্যন্ত ভালো। এই স্কুলের শিক্ষার্থীরা খুবই মেধাবী। পড়ালেখায় তারা বেশ মনোযোগী। স্কুলের শিক্ষকদের সঠিক ও সুন্দর শিক্ষায় শিক্ষার্থীরা প্রতিবার ভালো ফলাফল অর্জন করেন।

নতুন বই পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ জানুয়ারি ২০২৪