Print Date & Time : 10 May 2025 Saturday 11:50 pm

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে দৌলতপুরে উপজেলা পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে বাই-সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপকারভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষার মান ধরে রাখতে অসহায় গরীব মেধাবী শির্ক্ষার্থীদের এই সাইকেল উপহার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার ১৮ জন ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//