কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে টিআর প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আঃকাঃকাঃ সরওয়ার জাহান বাদশাহ্। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ৯২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের, সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২