Print Date & Time : 5 July 2025 Saturday 12:29 pm

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে সারা দেশের ন্যায় বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় দৌলতপুর পাইলট হাইস্কুল মাঠে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা।

দৌলতপুরে ২৯০টি প্রাথমিক বিদ্যালয়, ৮৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ লাখ বই বছরের প্রথম দিন থেকে পর্যায়ক্রমে তুলে দেয়া হবে।

খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ১ জানুয়ারি ২০২৩