দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা সংক্রান্ত ৪দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে সহনশীলতা, নৈতিকতা এবং মূল্যবোধের উন্নয়ন ঘটানো বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ হয়। কর্মশালার উদ্ভোধান করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। কর্মশালায় উপস্থিত ছিলে প্রকল্পের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন, উপদেষ্টা সুলতান মুহাম্মদ রাজ্জাক, প্রকল্প পরিচালক আব্দুল মমিন ও প্রকল্প সমন্বয়ক মো. নাজিম উদ্দীন। কর্মশালায় ৮টি স্কুলের ১৬জন শিক্ষক অংশ নেন। বেসরকারী সংস্থা ‘নারী উন্নয় শক্তি’ এ কর্মশালার আয়োজন করে।

Print Date & Time : 29 July 2025 Tuesday 7:11 pm