হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
শুক্রবার (৫ আগস্ট) জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর পর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২

Discussion about this post