Print Date & Time : 22 August 2025 Friday 11:42 pm

দৌলতপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

দৌলতপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। এরমধ্যে গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে রাখা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, দৌলতপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মজিবর রহমান ও আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস গার্লস স্কুলের শিক্ষার্থী মাহি ইসলাম শোভা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খেন্দকার মো. সহিদুর রহমান। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।