বর্নাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির ৩দিনের রজত জয়ন্তী উৎসব। আলোচনা সভা, সেমিনার, সম্মাননা স্মারক প্রদান এবং দেশের খ্যাতিমান ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ৩দিনের এ আয়োজন।
উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিনের এ রজত জয়ন্তী উৎসবে উপজেলা পরিষদ চত্বরে ছিল দর্শক ও লোক সমাগমে পরিপূর্ণ। উৎসবকে ঘিরে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে বসেছিল গ্রামীণ মেলাও। দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন হয় ২৮ ডিসেম্বর সন্ধ্যায়। এদিন প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম। আলোচনা পর্বে মোড়ক উন্মোচন করা হয় রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সংস্কৃতির খেয়া’। আলোচনা শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববরেণ্য বাউল শিল্পী ওস্তাদ শফিমন্ডল সহ দেশের খ্যতিমান শিল্পীবৃন্দের সংগীত পরিবেশনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আমাদের সংস্কৃতির সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলা একাডেমি লরিয়েট মামুন হুসাইন।
বিশেষ আলোচক ছিলেন, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কথা সাহিত্যিক চন্দন আনোয়ার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কবি ও গল্পকার সৈকত আরেফিন। দৌলতপুর শিল্পকলা একাডেমির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, মথুপুর পিপুলস ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মো. আবু সালেক। সঞ্চালনায় ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম। প্রাণবন্ত ও শিক্ষনীয় সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রজত জয়ন্তী উৎসব মে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দৌলতপুর শিল্পকলা একাডেমির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক সরদার। এরপর মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য বাউল শিল্পী শাহাবুল ইসলাম, জেলা কালচারাল সেক্রেটারী সুজন রহমান, খ্যাতিমান শিল্পী ফরিদা ইয়াসমিন সহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ। রাত ১০টায় অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাপালা নীচুতলার মানুষ। শেষ দিন ৩০ ডিসেম্বর বিকেলে দৌলতপুর শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, সম্মানিত সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত আজীবন সদস্য ও সম্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৌলতপুর শিল্পকলা একাডেমির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, গুনী শিল্পী সরকার আমিরুল ইসলাম, মায়ারানী সরকার, ব্যান্ড শিল্পী এস এ স য় এবং ঢাকা থেকে আসা ব্যান্ড তারকা শিল্পী বাধন ও জ্যোতি। সুরের মুর্ছনা চলে গভীর রাত পর্যন্ত। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ৩দিনের রজত জয়ন্তী উৎসবের সমাপ্তি টানেন দৌলতপুর শিল্পকলা একাডেমির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। দৌলতপুর শিল্পকলা একাডেমির ৩দিনের উপভোগ্য রজত জয়ন্তী উৎসবে উপজেলার বিভিন্ন এলাকার দর্শকে পরিপূর্ণ ছিল।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ৩১ ডিসেম্বর ২০২২

Discussion about this post