দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্মশানঘাটে দাফন করা এক নারীর মরদেহ থেকে মাথা ও হাত চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত অধীর সরকারের স্ত্রী বাসুরানী সরকার (৭০) ২০২৪ সালের ডিসেম্বর মাসে মারা যান। তাকে কামালপুর কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে মাটিচাপা দিয়ে দাফন করা হয়।
গতকাল বুধবার (২১ মে) সকালে স্থানীয়রা শ্মশানঘাটে গিয়ে বাসুরানী সরকারের কবর খোড়া অবস্থায় দেখতে পান। সেখানে দেখা যায় লাশের মাথা ও ডান হাতের অংশ নেই। ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হলে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করে। আবার অনেকে এমন ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশও করেছেন।
একই এলাকার পিয়ার আলী নামে এক ব্যক্তি জানান, এক হিন্দু নারীর লাশের মাথা ও ডানহাতের অংশ কে বা কারা কবর থেকে চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়।
লাশের মাথা ও হাত চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এমন ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মাথা বা মাথার খুলি চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Discussion about this post