Print Date & Time : 9 September 2025 Tuesday 3:45 pm

দৌলতপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত

কুষ্টিয়া দৌলতপুরে চাকরি দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ উভয় পক্ষের তিন জন আহত হয়েছে ।

 শুক্রবার  (১৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের নজীবপুর গ্রামে আবু আফফান এর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু আফফান (৫৫) মো.আপ্তাব (৫১) এবং একই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মিন্টু। আহতদের দৌলতপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতের স্বজন ও পুলিশ জানায়, নজীবপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে সেলিমের  চাকরি দেওয়া বলে টাকা নেন আলাউদ্দিন, সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সেলিম ও দাইড়পাড়া গ্রামের আলাউদ্দিন মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে ইউপি সদস্য আবু আফফানের বাড়ির সামনে ইউপি সদস্য ও  আলাউদ্দিন সহ কয়েকজন সামাজিক আলোচনা করছিলো এমন সময় একই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে সেলিম ঐ পথে মোটর সাইকেল যোগে যাচ্ছিলো এমন সময় আলাউদ্দিন এর কাছে সেলিম পাওনা টাকা চাইতে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়, সেখানে থাকা ইউপি সদস্য আবু আবু আফফান তাদের দুজনকে থামতে বললে এক পর্যায় ইট পাটকেল ছুড়াছুড়ি হলে ইটের আঘাতে ইউপি সদস্য আবু আফফান,তার ছোট ভাই আপ্তাব সহ উভয় পক্ষের তিন জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতাল ভর্তি করেন। এব্যাপারে দৌলতপুর থানার একটি অভিযোগ দায়ের করা হয় , অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ।

আর//দৈনিক দেশতথ্য//১৩ মে-২০২২//