হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ নুর আলম সভাপতি ও মোছাঃ ফেরদৌসী খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোছাঃ ফুলজান খাতুন সহ-সভাপতি, মিসবাহ বিন আলম অমি সদস্য,বিনারা আলম সদস্য ও গিয়াস উদ্দিন সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার ছাতারপাড়া সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এনির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় কুষ্টিয়া জেলা সমবায় অফিসের পরিদর্শক আব্দুস সালাম,আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুল মোল্লা,আড়িয়া ইউনিয়ন যুবদল নেতা সিমারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোছাঃ রেহেনা খাতুন।ফলাফল ঘোষণা শেষে সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুর আলম নির্বাচন সুষ্ঠ হওয়ায় সমবায় সমিতির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Discussion about this post