কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খানের পক্ষে নির্বাচণী গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক।
গতকাল শুক্রবার দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সদর উদ্দিন খানের পক্ষে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক নির্বাচনী প্রচার হিসেবে দৌলতপুরের বেশ কয়েকটি স্থানে পথ সভাও করেন।
পথসভায় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৭,২০২২//

Discussion about this post