দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বালির ঘাট দখলকে কেন্দ্র করে পদ্মার চরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় সংগবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা ৫টি বাড়ি ভাংচুর, ৬টি গরু ও ২টি স্যালো ইঞ্জিন চালিত নৌকা লুট করেছে। সন্ত্রাসী হামলায় অন্তত ৬জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের দূর্গম চরের মুল্লুকচাঁদপুর রুইমারী গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর, গরু ও নৌকা লুটের ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনায় ইলিয়াস হোসেন নামে এক ভূক্তভোগী দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী ইলিয়াস হোসেনের অভিযোগ সূত্রে জাাগেছে, ওইদিন সকালে চরাঞ্চলের একসময়ের ত্রাস লালচাঁদ বাহিনীর ক্যাডার বর্তমানে এলাকার সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক উজ্জল সর্দারের নেতৃত্বে সন্ত্রাসী বক্কর (৪৩), বিল্লাল (৪৫) ও হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামী নয়ন (৩৪) সহ ১০-১২ জন মুল্লুকচাঁদপুর রুইমারী গ্রামে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ওই গ্রামের জালাল মন্ডল, রকিবুল ইসলাম, আব্দুল জাব্বার, আব্দুল কুদ্দুসসহ ৫ জনের বাড়ি-ঘর ভাংচুর করে। পরে সন্ত্রাসীরা জালাল ও কুদ্দুসের ৬টি গরু এবং পদ্মা নদী থেকে ইলিয়াস হোসেন ও লিটনের স্যালো ইঞ্জিন চালিত ২টি নৌকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে গ্রাম পুলিশ নিজাম উদ্দিন (৫০), লিটন (৩০), আসাদুল (২৭) ও সাগর (৩৪) সহ অন্তত ৬জন আহত হয়। আহতরা পার্শ্ববতী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিবিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসী হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।