দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদিকদের সাথে দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান মিনে মতবিনিময় করেছেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের দৌলতপুর প্রতিনিধি এম মামুন রেজা, ডিপিসি’র সভাপতি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শরীফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৌলতপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহফুজুল আলম, দৌলতপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের আলো পত্রিকার প্রতিনিধি এস এম জাহিদ হোসেন, দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি আতিয়ার রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সফিউল ইসলাম হানিফ, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর এবং মোহনা টিভির প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি রনি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগ, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি তামিম আদনান ও দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সম্রাট আলী সহ অন্যান্য গণমাধ্যম কর্মী।
মতবিনিময় সভায় নবাগত ওসি মাহাবুবুর রহমান দৌলতপুর কে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চোরাকারবারী মুক্ত, বাল্যবিবাহ রোধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪