জাহিদ হাসান:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলনকে এক গাঁজা ব্যবসায়ীর হত্যার চেষ্টা, থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক মিলনের আল্লারদর্গা হলুদবাড়িয়া বাজারে বিকাশের দোকান রয়েছে। কিছুদিন ধরে উক্ত বাজারে মৃত ভাদু শাহ ছেলে ইকবাল শাহ (৬২) মাদকদ্রব্য বিক্রয়সহ এলাকায় যুব সম্প্রদায়কে নিয়ে সেবন করে আসছে।
ফলে আসামিকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। ইহাতে আসামি সাংবাদিক মিলনের উপর ক্ষিপ্ত হইয়া খুন জখম করার হুমকি দিতে থাকে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৩১শে আগষ্ট সন্ধ্যা ৬টায় হলুদবাড়িয়া বাজারস্থ হাসান এর চায়ের দোকানে চা পান করতে গেলে মাদক বিক্রেতা ইকবাল শাহ দেশীয় অস্ত্র হাতে করে আক্রমন করে। সে অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মারিতে গেলে মিলন বাম হাত দিয়া রক্ষা করার চেষ্টাকালে বাম হাতের কনুই এর উপর কোপ লেগে রক্তাক্ত জখম হয়। এসময় মিলনের ডাক-চিৎকারে এলাকা বাসী এগিয়ে এলে মাদক বিক্রেতা ইকবাল শাহ প্যান্টের পকেটে থাকা নগদ ব্যবসায়ীর ১৩,৭০০/- টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা হলেই ইকবাল শাহ বাসায় বিভিন্ন উঠতি বয়স্ক ছেলেরা মাদকদ্রব্য গাজা করার উদ্দেশ্যে আসে। আমরা কিছু বললেই আমাদের বিভিন্ন ভয় ভীতি দেখায়। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অর্কষণ করছি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টা নিয়ে থানায় অভিযোগ জমা পড়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post