কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে দৌলতপুরে কর্মরত মানব গণমাধ্যম কর্মীরা।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টায় থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করে দৌলতপুর রিপোর্টার্স ক্লাব।
মানববন্ধনে বক্তারা রুবেলের হত্যার রহস্য উন্মোচন করে ও নির্মম এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান।
দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ রাজু, দপ্তর সম্পাদক সাইদুল আনাম, সদস্য ও দৈনিক দিনকালের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম শাহিন, দৌলতপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সভাপতি আবদুল্লাহ্ বিন জোহানী তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আছানুল হক, সাংগঠনিক সম্পাদক এস. এম. সরোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ-দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান টয়েল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শমেদ আলি শামিম নির্বাহী সদস্য মোঃ মহির উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তারা কুষ্টিয়া প্রেসক্লাবের দেওয়া ৮ দফা কর্মসূচির সঙ্গে একত্রিতা ঘোষণা করে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
আর//দৈনিক দেশতথ্য//৮ জুলাই-২০২২//