Print Date & Time : 1 July 2025 Tuesday 10:33 pm

দৌলতপুরে সার ব্যবসায়ীকে জরিমানা

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া)।। কুষ্টিয়ার দৌলতপুরে গোপনে অন্যত্র সার সরিয়ে নেওয়ার অপরাধে এক ডিলারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়াড় গ্রামের মালিথা পাড়ায় অভিযান চালিয়ে এক বিসিআইসি ডিলারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল জব্বার।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, দৌলতপুর উপজেলার বিভিন্ন চাষিদের অভিযোগেরভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বিসিআইসি ও বিএডিসি সারের ডিলার প্রতিষ্ঠানে তদারকি করা হয়।এসময় মরিচা ইউনিয়নের মাঝদিয়াড় গ্রামের মালিথা পাড়ার বিসিআইসির এক সার ডিলার গোপনে চাষীদের জন্য তাকে দেওয়া সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে অভিযোগের সত্যতা মেলে এবং ঐ ডিলারের অনেক কীটনাশক পণ্যের মেয়াদ না থাকায়  প্রতিষ্ঠানটির কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মর্তা নুরুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম।এসময় সবাইকে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য নির্দেশনা দেওয়া সহ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

আর//দৈনিক দেশতথ্য//৫ সেপ্টেম্বর-২০২২