Print Date & Time : 2 July 2025 Wednesday 5:51 am

দৌলতপুরে সার ব্যবসায়ীর জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামের এক সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এ সময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বরেন, সারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমুল্যে সার পান সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এল//