হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বর ও থানা বাজার এলাকায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল একর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আহসাউল হোসেন,যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান পাতা,যুগ্ম আহ্বায়ক অর্পন মাহমুদ, দায়িত্ব প্রাপ্ত দপ্তর মোঃ জিয়াউর রহমান,সদস্য উজ্জ্বল খাঁন,বিপ্লব হোসেন,রুবেল লস্কর এছাড়াও বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক,সদস্য সচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।তার ই অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি।

Discussion about this post