Print Date & Time : 5 July 2025 Saturday 6:35 pm

দৌলতপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায়ম দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষিতা শিশুর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত
সাড়ে সাতটার দিকে বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী বাড়ির পাশে মেশিনে গম মাড়াই দেখছিল। এসময় প্রতিবেশি বাবুল মন্ডলের ছেলে কাউসার (২০) তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ধর্ষণ করে।

ওই স্কুলছাত্রীর চিৎকার ও কান্নাকাটি শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষক কাউসার পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওইরাতেই দৌলতপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ রবিবার সকালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার
জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ধর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, বৈরাগীরচর ভাঙ্গাপাড়ায় শিশু ধর্ষণের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার
জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//০৩ মার্চ, ২০২২//