Print Date & Time : 24 August 2025 Sunday 11:56 am

দৌলতপুরে স্টিয়ারিং ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিফ (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আসিফ পার্শবর্তী মৌবাড়ীয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শ্যামনগর বাজার এলাকায় স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলে থাকা ইরফান ও আসিফ নামে দুই যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দু’জনই মারা যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন দাবী না থাকায় ময়না তদন্ত ছাড়ায় তাদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক স্টিয়ারিং গাড়ীটি জব্দ করা হয়েছে।

এদিকে গতকাল রবিবার পৃথক জানাযা শেষে সকাল ১০টায় শ্যামনগর কবরস্থানে ইরফানের এবং সাড়ে ১০টায় মৌবাড়িয়া কবরস্থানে আসিফের দাফন সম্পন্ন হয়।