মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোড়িয়াম রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. আসিফ ইকবাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, বীর মুক্তিযোদ্ধা মো.হায়দার আলী । এছাড়াও উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ । সংবর্ধনা অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম ,২য় ও ৩য় হওয়ায় তাদের হাতে আমন্ত্রণিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ মার্চ ২০২৩

Discussion about this post