দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় শুরু হয়।
এরপর সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জাব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//